ইকরা মাদরাসা (একাডেমি) কী ও কেন? শিশুরা আমাদের কাছে আমানত। তাদেরকে সঠিক শিক্ষা-দীক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। যে জাতি এ দায়িত্ব যত সুন্দর ও নিপুণভাবে পালন করতে পারে, জ্ঞানে-গুণে এবং কর্ম-কীর্তিতে তারা হয় ততটাই সমৃদ্ধ। একসময় এদেশের মুসলিম শিশুদের শিক্ষাজীবনের সূচনা হতো ইসলামি শিক্ষার মাধ্যমে। শৈশবেই তারা ইসলামের মৌলিক জ্ঞানার্জন করত। ফলে ইসলামি ভাবধারায় গড়ে উঠত পরিবার ও সমাজ। সময়ের ব্যবধানে আমাদের সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। যার পরিণতিতে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ধর্মীয় চেতনা, ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা। আধুনিকতার মোড়কে গড়ে উঠছে ধর্মীয় অনুভূতিশূন্য এক নতুন মুসলিম প্রজন্ম। সচেতন মুসলমান মাত্রই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। তাই ইকরা একাডেমি ৬০% সাধারণ শিক্ষা ও ৪০% ইসলামি শিক্ষার সমন্বয়ে দেশজুড়ে যুগোপযোগী এক শিক্ষাকার্যক্রম গড়ে তুলেছে। যেখানে শিক্ষার্থীরা একই সাথে সুশিক্ষিত ও দ্বীনদার মুসলমান হিসেবে গড়ে উঠবে। বিজ্ঞান চর্চার সাথে সাথে ধার্মিকতাও অনুশীলন করবে। জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহ ও আরবি ভাষার প্রয়োজনীয় জ্ঞানার্জন করবে। ইকরা একাডেমি জাতীয় শিক্ষাক্রমের আলোকে ইসলামি ভাবধারায় একটি বহুমুখী শিক্ষাক্রম প্রণয়ন করেছে। ফলে ইকরা একাডেমির কোনো শিক্ষার্থী চাইলে পরবর্তীতে হিফজ মাদরাসা, কওমি মাদরাসা, আলিয়া মাদরাসা, সরকারি-বেসরকারি স্কুলসহ যেকোনো ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষতা ও যোগ্যতার সাথে সংযুক্ত হতে পারবে। সুতরাং এককথায় বলা যায়, মুসলিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইকরা মাদরাসা (ইকরা একাডেমি)’।
See EIIN CertificateInstitute EIIN Number :
Institute Name
ইকরা মাদরাসা প্রতাপনগর (ইকরা একাডেমি)Tag
Address
প্রতাপনগর তালতলা বাজার, আশাশুনি, সাতক্ষীরা, বাংলাদেশMobile No
01971133136Current Student
31Institute Type
Kindergarten / Primary SchoolClass
প্লে গ্রুপ,নার্সারি,প্রথম,দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ,পঞ্চমClassroom
4